হোম > সারা দেশ > ঢাকা

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় ফিরছেন আটকা পড়া সেই ২১ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি

তিনজন সেনাবাহিনীর সদস্যের তত্ত্বাবধানে বিশেষ বাসে ঢাকায় ফিরছেন সুনামগঞ্জে আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ২১ শিক্ষার্থী। 

আজ সকালে সুরমা নদীর মাঝে লঞ্চে আটকে থাকা ২১ শিক্ষার্থীকে উদ্ধার করে সেনাবাহিনীর রেসকিউ টিম। নিরাপদ স্থানে নেওয়ার পরে শুকনো খাবারের ব্যবস্থা করে অবশেষে ঢাকায় ফেরার ব্যবস্থা করছে সেনাবাহিনী। 

বিষয়টি নিশ্চিত করেছেন আটকে থাকা শিক্ষার্থীদের একজন মো. শোয়াইব আহমেদ। 

শোয়াইব বলেন, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। খুব শিগগিরই প্রিয়জনদের সঙ্গে দেখা হবে। আমরা খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সার্বিক চেষ্টার মাধ্যমে সেনাবাহিনীর সহযোগিতায় এই উদ্ধার কাজ সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন শোয়াইব আহমেদ। 

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ বলেন, শিক্ষার্থীরা যখন সমস্যার সম্মুখীন হয়েছেন তখন থেকে আমি সার্বক্ষণিক প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। অবশেষে সেনাবাহিনীর সহযোগিতায় তাঁরা ঢাকায় ফিরছেন। আমাদের শিক্ষার্থীরা নিরাপদে ফিরে আসুক এটাই প্রত্যাশা।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক