হোম > সারা দেশ > ঢাকা

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় ফিরছেন আটকা পড়া সেই ২১ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি

তিনজন সেনাবাহিনীর সদস্যের তত্ত্বাবধানে বিশেষ বাসে ঢাকায় ফিরছেন সুনামগঞ্জে আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ২১ শিক্ষার্থী। 

আজ সকালে সুরমা নদীর মাঝে লঞ্চে আটকে থাকা ২১ শিক্ষার্থীকে উদ্ধার করে সেনাবাহিনীর রেসকিউ টিম। নিরাপদ স্থানে নেওয়ার পরে শুকনো খাবারের ব্যবস্থা করে অবশেষে ঢাকায় ফেরার ব্যবস্থা করছে সেনাবাহিনী। 

বিষয়টি নিশ্চিত করেছেন আটকে থাকা শিক্ষার্থীদের একজন মো. শোয়াইব আহমেদ। 

শোয়াইব বলেন, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। খুব শিগগিরই প্রিয়জনদের সঙ্গে দেখা হবে। আমরা খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সার্বিক চেষ্টার মাধ্যমে সেনাবাহিনীর সহযোগিতায় এই উদ্ধার কাজ সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন শোয়াইব আহমেদ। 

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ বলেন, শিক্ষার্থীরা যখন সমস্যার সম্মুখীন হয়েছেন তখন থেকে আমি সার্বক্ষণিক প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। অবশেষে সেনাবাহিনীর সহযোগিতায় তাঁরা ঢাকায় ফিরছেন। আমাদের শিক্ষার্থীরা নিরাপদে ফিরে আসুক এটাই প্রত্যাশা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন