হোম > সারা দেশ > ঢাকা

ড্যাফোডিল ইউনিভার্সিটির অন্তর হত্যা: আরও ৩ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র মো. হাবিবুল হাসান অন্তর হত্যা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী মো. মাইনুদ্দিন। এ মামলায় এখন পর্যন্ত মোট ৫ জন আসামি কারাগারে গেলেন বলেও জানান তিনি।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন—মনছুর, আশিক ও শাহিন হোসেন। তিনজন সাভারের আকরাইন ও খাগান গ্রামের বাসিন্দা। 

সকালে তিন আসামি আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুপুর আড়াইটার সময় জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আসামিদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। বাদীপক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন অ্যাডভোকেট সীমা আক্তার, সেঁজুতি ঘোষ, মো. মাইনুদ্দীন, গাজী হাসান মাহমুদ, কাজল রায় প্রমুখ। 

এর আগে তিনজন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট তিনজনকে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। 

মামলা সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, গত বছর ২৭ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে খাগান বাজারের লেগুনা স্ট্যান্ড থেকে হাসিবুল হাসান অন্তরকে স্থানীয় দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়। খাগান গ্রামের বউবাজারের পাশে একটি বাগানে নিয়ে তার হাত-পা বেঁধে লোহার রড ও লাঠি সোঁটা দিয়ে বেধড়ক পেটানো হয়। অন্তরকে গুরুতর আহত অবস্থায় বাগানের মধ্যে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা অন্তরকে উদ্ধার করে প্রথমে পাশের রাজু হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গ্রাম থেকে অন্তরের অভিভাবকেরা এসে তাকে ২ নভেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই দিন বিকেল ৩টার সময় অন্তর মারা যান। 

অন্তরের মৃত্যুর খবর ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় এলাকায় ব্যাপক বিক্ষোভ করে। ওই বিক্ষোভে ব্যাপক ভাঙচুর হয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশপাশে সংঘর্ষ হয়। এক সময় বিশ্ববিদ্যালয় বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। 

এ দিকে গত বছর দুই নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক ও ডেপুটি প্রক্টর মো. বদরুজ্জামান বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় স্থানীয় রাহাত সরকার, মনছুর, আশিক, শাহিন, টুটুল ও সিফাত এবং ৭-৮ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়। 

রাহাত সরকারকে মামলা দায়েরের দিন গ্রেপ্তার করা হয়। আসামি টুটুল গত ২৭ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। আজকের তিনজনকে কারাগারে পাঠানোর মাধ্যমে এ মামলায় মোট পাঁচজন আসামিকে কারাগারে পাঠানো হলো।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ