হোম > সারা দেশ > ঢাকা

কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে মাইক্রোবাস খাদে, চালকসহ আহত ৫

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলা ভবেরচর কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন কুমিল্লার মেঘনা থানার লক্ষ্মীপুর গ্রামের আমান উল্লাহ (৬৫), কাউসার মিয়া (২৫), চান বাদশা (৩০), ছালাম মিয়া (২৭) ও গাড়িচালাক জাহিদ হাসান (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লাগামী মাইক্রোবাস ওভারটেক করার সময় একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসের চালকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
 
প্রত্যক্ষদর্শী আমান উল্লাহ বলেন, মেঘনা থানার লক্ষ্মীপুর এলাকা থেকে পারিবারিক অনুষ্ঠানে কুমিল্লায় যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসটি ছেড়ে আসে। পথে গজারিয়ার ভবেরচর কলেজ রোডে পৌঁছালে কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়।

এ বিষয়ে গজারিয়ার ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন