হোম > সারা দেশ > ঢাকা

কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে মাইক্রোবাস খাদে, চালকসহ আহত ৫

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলা ভবেরচর কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন কুমিল্লার মেঘনা থানার লক্ষ্মীপুর গ্রামের আমান উল্লাহ (৬৫), কাউসার মিয়া (২৫), চান বাদশা (৩০), ছালাম মিয়া (২৭) ও গাড়িচালাক জাহিদ হাসান (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লাগামী মাইক্রোবাস ওভারটেক করার সময় একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসের চালকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
 
প্রত্যক্ষদর্শী আমান উল্লাহ বলেন, মেঘনা থানার লক্ষ্মীপুর এলাকা থেকে পারিবারিক অনুষ্ঠানে কুমিল্লায় যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসটি ছেড়ে আসে। পথে গজারিয়ার ভবেরচর কলেজ রোডে পৌঁছালে কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়।

এ বিষয়ে গজারিয়ার ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার