হোম > সারা দেশ > ঢাকা

কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে মাইক্রোবাস খাদে, চালকসহ আহত ৫

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলা ভবেরচর কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন কুমিল্লার মেঘনা থানার লক্ষ্মীপুর গ্রামের আমান উল্লাহ (৬৫), কাউসার মিয়া (২৫), চান বাদশা (৩০), ছালাম মিয়া (২৭) ও গাড়িচালাক জাহিদ হাসান (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লাগামী মাইক্রোবাস ওভারটেক করার সময় একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসের চালকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
 
প্রত্যক্ষদর্শী আমান উল্লাহ বলেন, মেঘনা থানার লক্ষ্মীপুর এলাকা থেকে পারিবারিক অনুষ্ঠানে কুমিল্লায় যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসটি ছেড়ে আসে। পথে গজারিয়ার ভবেরচর কলেজ রোডে পৌঁছালে কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়।

এ বিষয়ে গজারিয়ার ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’