মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলা ভবেরচর কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন কুমিল্লার মেঘনা থানার লক্ষ্মীপুর গ্রামের আমান উল্লাহ (৬৫), কাউসার মিয়া (২৫), চান বাদশা (৩০), ছালাম মিয়া (২৭) ও গাড়িচালাক জাহিদ হাসান (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লাগামী মাইক্রোবাস ওভারটেক করার সময় একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসের চালকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে গজারিয়ার ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে।