হোম > সারা দেশ > ঢাকা

আজ থেকে দেওয়া হচ্ছে বিআরটিএর সব সেবা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সোমবার সকাল থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সেবা কার্যক্রম চালু করেছে। চলমান লকডাউনে বন্ধ ছিল বিআরটিএর কার্যক্রম। তবে বিধিনিষেধের মধ্যেও সীমিত পরিসরে জরুরি ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন দিয়েছে সংস্থাটি।

স্বাস্থ্যবিধি মেনে সেবা দিতে বিআরটিএ-এর সব বিভাগীয় ও সার্কেল অফিস খোলা রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এই বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন,' গতকাল লকডাউনের প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সব দপ্তর/ সংস্থাসমূহকে জরুরি সেবার আওতাভুক্ত আনার জন্য বলা হয়েছে। সুতরাং রাজস্ব আদায় করতে গেলে সবাইকে সেবা দিতে হবে। তাই সাধারণ জনগণও বিআরটিএর নিয়মিত সব সেবা আজ থেকে নিতে পারবেন বিআরটিএর যে কোন অফিস থেকে। তবে সাধারণ মানুষ সেবা নিতে আসলে, অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করেই আসতে হবে'।

গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে করোনার সংক্রমণ বাড়ার কারণে সরকারি–বেসরকারি সব ধরনের অফিস বন্ধ রেখে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। সেই থেকে টানা ২৫ দিন বন্ধ থাকার পর ৯ মে সংস্থাটি সীমিত পরিসরে জরুরি এই সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছিল। এবার স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সেবা চালু করল বিআরটিএ।

করোনার প্র‌কোপ বেড়ে গে‌লে গত ৫ থে‌কে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা ক‌রে সরকার। এরপর ক‌য়েক ধা‌পে তার মেয়াদ বা‌ড়ি‌য়ে ১৬ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে করা হয়েছে ১৭ থেকে ২৩ মে পর্যন্ত।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫