হোম > সারা দেশ > ঢাকা

আজ থেকে দেওয়া হচ্ছে বিআরটিএর সব সেবা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সোমবার সকাল থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সেবা কার্যক্রম চালু করেছে। চলমান লকডাউনে বন্ধ ছিল বিআরটিএর কার্যক্রম। তবে বিধিনিষেধের মধ্যেও সীমিত পরিসরে জরুরি ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন দিয়েছে সংস্থাটি।

স্বাস্থ্যবিধি মেনে সেবা দিতে বিআরটিএ-এর সব বিভাগীয় ও সার্কেল অফিস খোলা রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এই বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন,' গতকাল লকডাউনের প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সব দপ্তর/ সংস্থাসমূহকে জরুরি সেবার আওতাভুক্ত আনার জন্য বলা হয়েছে। সুতরাং রাজস্ব আদায় করতে গেলে সবাইকে সেবা দিতে হবে। তাই সাধারণ জনগণও বিআরটিএর নিয়মিত সব সেবা আজ থেকে নিতে পারবেন বিআরটিএর যে কোন অফিস থেকে। তবে সাধারণ মানুষ সেবা নিতে আসলে, অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করেই আসতে হবে'।

গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে করোনার সংক্রমণ বাড়ার কারণে সরকারি–বেসরকারি সব ধরনের অফিস বন্ধ রেখে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। সেই থেকে টানা ২৫ দিন বন্ধ থাকার পর ৯ মে সংস্থাটি সীমিত পরিসরে জরুরি এই সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছিল। এবার স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সেবা চালু করল বিআরটিএ।

করোনার প্র‌কোপ বেড়ে গে‌লে গত ৫ থে‌কে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা ক‌রে সরকার। এরপর ক‌য়েক ধা‌পে তার মেয়াদ বা‌ড়ি‌য়ে ১৬ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে করা হয়েছে ১৭ থেকে ২৩ মে পর্যন্ত।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন