হোম > সারা দেশ > ঢাকা

দুই দফা চুক্তি ভঙ্গ, পাওনার জন্য শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রম ভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন গাজীপুরের স্টাইল ক্রাফটের শ্রমিকেরা। চার মাসের বকেয়া বেতন ও আইনগত পাওনা পরিশোধ না করে মালিকপক্ষ দুই দফা চুক্তি ভঙ্গ করায় গত ২৬ অক্টোবর থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা। 

আজ বৃহস্পতিবার রাজধানীর শ্রম ভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। কর্মসূচি শুরুর দিন গত ২৬ অক্টোবর শ্রম প্রতিমন্ত্রী এসে শ্রমিকদের আশ্বস্ত করেন। কিন্তু দ্বিতীয়বারের মতো মালিকপক্ষ চুক্তি ভঙ্গ করায় শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, পাওনা পরিশোধ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। 

আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত ১ ও ২ সেপ্টেম্বর বিজিএমইএ ভবনের সামনে পাওনার দাবিতে শ্রমিকেরা অবস্থান-আন্দোলন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুসারে পরবর্তী ৩০ দিনের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করার কথা। কিন্তু মালিকপক্ষ এখন পর্যন্ত সেই চুক্তি প্রতিপালন করেনি। 

এ অবস্থায় গত ২৬ অক্টোবর থেকে শ্রমিকেরা শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। গতকাল বুধবারও শ্রমিকেরা সম্মিলিত চেষ্টায় এক বেলা খিচুড়ি রান্না করে শ্রম ভবনের প্রাঙ্গণেই রাত্রি যাপন করছেন। আগের দিন জুটেছে আলু সেদ্ধ আর ভাত। কেউ কেউ রাতে আশ্রয় নিয়েছেন মুক্তি ভবনে। সকাল থেকে আবার অবস্থান নিয়েছেন শ্রম ভবনের সামনে। আশ্বাসবাণী আসছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন