হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেল চালুর বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর-১০–এ মেট্রোরেলের লাইনের নিচে পুলিশ বক্সে আগুন দেওয়ার পর থেকে বন্ধ করে দেওয়া হয় মেট্রোরেল চলাচল। গত বৃহস্পতিবার বিকেল ৫টার পর চলাচল বন্ধ রাখার পরদিন শুক্রবার মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। 

এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার অফিস-আদালত চললেও চালু হয়নি মেট্রোরেল। এই সপ্তাহে চলাচলের সম্ভাবনাও নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন দুটি সম্পর্কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী এক বছর লাগবে স্টেশন দুটি চালু করতে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আজকের পত্রিকাকে জানান, মেট্রোরেল কবে চালু করতে পারবেন, এ বিষয়ে এখনো তিনি নিজেও জানেন না। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না তিনি। 

তবে মেট্রোরেলের একটি সূত্র জানিয়েছে, এই সপ্তাহে আর এক দিন (বৃহস্পতিবার) আছে। চালু হবে না এই সপ্তাহে। আগামী সপ্তাহে চালু করা যাবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয় মাথায় রেখে কাজ করা হচ্ছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন