হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈর উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

২০২১ সালের ১৩ জুলাই মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব মিয়ার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী হাজি মহসীন মিয়া।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম। সবখানেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। এই নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে রয়েছে পাঁচজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য। নির্বাচনী এলাকায় তিন প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র‍্যাবের টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।  

রাজৈর উপজেলা পরিষদ উপনির্বাচনে মোট ১ লাখ ৮৪ হাজার ২১০ জন ভোটার ৬৪টি ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন