হোম > সারা দেশ > ঢাকা

গাড়ি থেকে চাঁদা আদায়: ভাইরাল ভিডিওর সেই তরুণ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত মো. আশরাফুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং করায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর সেই তরুণ আশরাফুল আলমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

বিকেলে তাঁকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে আটক করে ধানমন্ডি থানা-পুলিশ। গতকালই ধানমন্ডি থানার এসআই ইমরান হোসেন চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কারে থাকা ব্যক্তির সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের। প্রাইভেট কারে বসা ওই ব্যক্তি যুবককে মাস্তানি করছেন বলে প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় ওই ব্যক্তির পাশে থাকা নারী ওই যুবকের নাম জানতে চান। কিন্তু ওই যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’

ভিডিওতে আরও দেখা যায়, ‘ওই ব্যক্তি বলছেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’

গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই তরুণ চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছি? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার