হোম > সারা দেশ > ঢাকা

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখান ও দক্ষিণখানে লাইসেন্স ছাড়াই চলছে অনেক ডায়াগনস্টিক সেন্টার। এসব ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার দক্ষিণখানের আটিপাড়া এপিএস গার্মেন্টস সংলগ্ন কেয়ার প্লাস ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার ও উত্তরখানের আটিপাড়ার ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে। 

অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির শাহ। এতে সহযোগিতা করেন স্বাস্থ্য অধিদপ্তরে একটি টিম ও র‍্যাব-১ এর একটি আভিযানিক দল। 

সর্বশেষ বিকেল ৫টা থেকে দক্ষিণখান কাঁচাবাজারের ফাতেমা মেমোরিয়াল মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিকে (ক্লিনিক) অভিযান চালাতে দেখা যায়। বিকেল পৌনে ৬টা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। 

ভ্রাম্যমাণ আদালত প্রসঙ্গে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির শাহ আজকের পত্রিকাকে বলেন, দক্ষিণখানের কেয়ার প্লাস ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার ও উত্তরখানের ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযানকালে তাদের লাইসেন্স পাওয়া যায়নি। সেই সঙ্গে প্যাথলজি রুমের পরিবেশ ঠিক ছিল না। ডায়াগনস্টিক সেন্টারে যে ফ্রিজগুলো রয়েছে, সেগুলো সু-নির্দিষ্ট তাপমাত্রায় থাকার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় সেগুলো পাওয়া যায়নি। এসব অভিযোগে ওই দুটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ