হোম > সারা দেশ > ঢাকা

পাহাড় কাটায় অর্থদণ্ড কমানোর বৈধতা চ্যালেঞ্জ, নথি তলব হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৌলভীবাজারে পাহাড় কাটার অপরাধে পরিবেশ অধিদপ্তরের করা অর্থদণ্ড কমানোয় নথি তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অর্থদণ্ড কমানোর রায় কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

অর্থদণ্ড কমানোর বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহাবুব–উল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

মনজিল মোরসেদ আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৌলভীবাজারের কুলাউড়ার জয়চণ্ডী ইউনিয়নের মলাঙ্গী টিলা কাটা বন্ধে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করেছিল। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০২১ সালে রুল জারি করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে পরিবেশ অধিদপ্তর অভিযুক্তদের ১৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে।’

তিনি বলেন, ‘জরিমানার আদেশের বিরুদ্ধে অভিযুক্তরা সচিবালয়ে পরিবেশ আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন। এতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে তিন সদস্যের আপিল কর্তৃপক্ষ অর্থ দণ্ড কমিয়ে ১ লাখ টাকা করার আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এইচআরপিবি সম্পূরক আবেদন করে।’

মনজিল মোরসেদ আরও বলেন, ‘আপিল কর্তৃপক্ষ অর্থদণ্ড কমানোর ক্ষেত্রে তাঁদের ক্ষমতা ও বিবেচনা সঠিকভাবে প্রয়োগ করেননি।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন