হোম > সারা দেশ > ঢাকা

ইতালি যাওয়ার পথে লিবিয়ায় জেলখাটা ১১৪ বাংলাদেশি ঢাকায়

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে লিবিয়ায় জেলখাটা ১১৪ জন বাংলাদেশি ঢাকায় এসেছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় বোরাক এয়ারের বিআরকিউ ২২০ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাঁদের সহযোগিতা করেছে। সেই সঙ্গে তাঁদের খাবার ও প্রত্যেককে ৪ হাজার ৭৫০ টাকা করে দিয়েছে। 

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাপস অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বলেন, লিবিয়া থেকে আগত যাত্রীরা ২০২১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান, মালয়েশিয়া গিয়েছিলেন। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় যান। পরে লিবিয়া থেকে দালালেরা ত্রিপোলিতে নিয়ে তাঁদের গেমঘরে রাখে। পরে বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনী তাঁদের গ্রেপ্তার করে। সেখানে তাঁরা প্রত্যেকে ছয় থেকে নয় মাস জেল খাটেন। পরে তাঁরা জাতিসংঘের অভিবাসন সংস্থার আউট পাস নিয়ে বাংলাদেশে আসেন। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য এসব যাত্রীর কেউ ১১ লাখ, কেউ ১২ লাখ, আবার কেউ ১৫ লাখ টাকা দিয়েছেন দালালদের।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ