হোম > সারা দেশ > ঢাকা

এ বি সিদ্দিকের মামলায় খালাস পেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঁচ বছর আগে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকের করা মানহানির মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজন। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরাফাতুল রাকিব তাঁদের খালাসের এই আদেশ দেন। 

অন্য যাঁদের খালাস দেওয়া হয়েছে তাঁরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

তারেক রহমানের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান দীর্ঘদিন বাদী আদালতে হাজির না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। 

আদালত সূত্রে জানা গেছে, আজ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। তবে দীর্ঘদিন কোনো সাক্ষী আসেনি। এ জন্য আসামিপক্ষে মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে অভিযুক্তদের খালাস দেন। 

এর আগে ২০১৯ সালের ৫ আগস্ট বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

২০১৯ সালে লন্ডনের একটি আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে এই মামলাটি করেন এ বি সিদ্দিক।

এর আগে গত ২১ আগস্ট নোয়াখালীর একটি রাষ্ট্রদ্রোহের মামলায়, ২৭ আগস্ট গোপালগঞ্জের একটি মানহানির মামলায়, ৭ সেপ্টেম্বর মাদারীপুরে দায়ের করা একটি মানহানির মামলায় এবং ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জের একটি মানহানি মামলা খালাস পান তারেক রহমান।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন