হোম > সারা দেশ > ঢাকা

এ বি সিদ্দিকের মামলায় খালাস পেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঁচ বছর আগে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকের করা মানহানির মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজন। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরাফাতুল রাকিব তাঁদের খালাসের এই আদেশ দেন। 

অন্য যাঁদের খালাস দেওয়া হয়েছে তাঁরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

তারেক রহমানের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান দীর্ঘদিন বাদী আদালতে হাজির না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। 

আদালত সূত্রে জানা গেছে, আজ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। তবে দীর্ঘদিন কোনো সাক্ষী আসেনি। এ জন্য আসামিপক্ষে মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে অভিযুক্তদের খালাস দেন। 

এর আগে ২০১৯ সালের ৫ আগস্ট বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

২০১৯ সালে লন্ডনের একটি আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে এই মামলাটি করেন এ বি সিদ্দিক।

এর আগে গত ২১ আগস্ট নোয়াখালীর একটি রাষ্ট্রদ্রোহের মামলায়, ২৭ আগস্ট গোপালগঞ্জের একটি মানহানির মামলায়, ৭ সেপ্টেম্বর মাদারীপুরে দায়ের করা একটি মানহানির মামলায় এবং ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জের একটি মানহানি মামলা খালাস পান তারেক রহমান।

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা