হোম > সারা দেশ > ঢাকা

বছরে কুষ্ঠরোগে আক্রান্ত ৪ হাজার মানুষ: স্বাস্থ্য অধিদপ্তর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে অনেকটা নিয়ন্ত্রণে কুষ্ঠরোগ। তারপরও প্রতিবছর নতুন করে প্রায় চার হাজার মানুষ এতে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এবারের প্রতিপাদ্য ‘এখনই কাজ করি, কুষ্ঠ রোগ নির্মূল করি।’

এর আগে দিবসটি পালনের কর্মসূচি হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে লেপ্রসি অ্যান্ড টিবি কো-অর্ডিনেটিং কমিটি (এলটিসিসি) এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচির যৌথ আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে র‍্যালি হয়।

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯৮ সালে বাংলাদেশে কুষ্ঠরোগ নির্মূল অবস্থায় পৌঁছায়। তবে আত্মতুষ্টির সুযোগ নেই। দেশে এখনো প্রায় চার হাজার মানুষ প্রতিবছর নতুন করে আক্রান্ত হচ্ছে। যার মধ্যে প্রতিবন্ধিতার শিকার প্রায় ৮ ভাগ নারী-পুরুষ। দুঃখের বিষয় কুষ্ঠ আক্রান্তরা এখনো সামাজিক বৈষম্য, অপবাদ ও কুসংস্কারের শিকার হচ্ছে।

চিকিৎসকেরা বলেন, কুষ্ঠরোগ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সকলকে একযোগে কাজ করতে হবে। ২০৩০ সালের মধ্যে কুষ্ঠরোগ শূন্যে নামিয়ে আনার যে পরিকল্পনা, সেটি বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করার কথাও বলেন তাঁরা।

মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের (বিএমডিসি) পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) সৈয়দ মজিবুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামসহ অনেকে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু