হোম > সারা দেশ > রাজবাড়ী

বাংলাদেশকে পিছিয়ে দিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে: রেলমন্ত্রী

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশকে পিছিয়ে দিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ এখন পাকিস্তানের থেকে সবদিক দিয়ে এগিয়ে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। 

আজ রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রেলমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সন্তানেরা বিদেশে গিয়ে ডলার পাঠাচ্ছে। অবদান রাখছে দেশের উন্নয়নে। আমাদের বাংলাদেশ থেকে অনেক পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আসছে। বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। স্বাধীনতা কী জিনিস, কী অর্জন করেছি তা বুঝতে হবে।’

তিনি বলেন, ‘এখনো স্বাধীনতার শত্রুতারা সোচ্চার। তারা চায় দেশকে হুমকির মুখে ঠেলে দিতে। আমাদের দেশের একশ্রেণির বন্ধুরা উন্নয়ন দেখে না। পদ্মা সেতুর সময় তারা বিরোধিতা করেছিল। কিন্তু তারাই সবচেয়ে বেশি গাড়ি নিয়ে জোর গতিতে হাঁকিয়ে চলে।’ 

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একসময় দেশে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, আবাসন ব্যবস্থা ভালো ছিল না। 

তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের প্রশ্রয় দিই না। সে আমাদের দলের লোক হলেও ছাড় নাই। প্রধানমন্ত্রীর চাওয়া মানুষ যেন ভাত খেয়ে সুন্দরভাবে দিন যাপন করতে পারে। রেলকে লাভজনক করে নিতে অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভালো সার্ভিস দিতে আমরা নিরলসভাবে কাজ করছি।’ 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি মিয়ার সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর সাত্তার খান, এ কে এম ফরিদ হোসেন বাবু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন প্রমুখ।

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি