হোম > সারা দেশ > ঢাকা

লকডাউনের দ্বিতীয় দিনেও ঢাকায় ফিরছে মানুষ

প্রতিনিধি, মিরপুর (ঢাকা) 

ঈদ শেষে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও রাজধানীমুখী মানুষের ঢল রয়েছে ঢাকার প্রবেশপথ গাবতলীতে। একজন দুজন করে হেঁটে কিংবা মোটরসাইকেল বা বাইসাইকেলযোগে ঢাকায় ফিরছে কর্মজীবী এসব মানুষ।

সরেজমিনে রাজধানীর প্রবেশপথ মিরপুর, গাবতলী, আমিনবাজারে দেখা যায়, রাজধানীতে ফেরা মানুষের ঢল কমেনি আজও।

বেসরকারি ওষুধ কোম্পানিতে কর্মরত জসিম উদ্দিন বলেন, ‘সিরাজগঞ্জ থেকে আমিনবাজার পর্যন্ত এসেছি দুই হাজার টাকা খরচ করে। আর আমিনবাজার ব্রিজ থেকে ফার্মগেট পর্যন্ত রিকশা ভাড়া চাচ্ছে ৫০০ টাকা।’

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বন্ধ আছে গণপরিবহন। লকডাউনের দ্বিতীয় দিনে চাকরি বাঁচাতে ঢাকামুখী বিভিন্ন জেলার মানুষ। তিন গুণ ভাড়া বেশি দিয়ে ঢাকায় আসার পরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদের। বাস বন্ধ থাকায় বেশির ভাগ মানুষই ফিরছেন ব্যক্তিগত গাড়িতে। তবে প্রবেশমুখে ছিল পুলিশের কড়াকড়ি। চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা জরুরি পরিষেবা ব্যতীত অন্য কোনো গাড়ি শহরে প্রবেশ করতে দিচ্ছেন না। 

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, 'যাঁরা ঈদের ছুটি শেষে বাসায় ফিরতে চাচ্ছেন, তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু ঢাকায় ঢোকার পর আবার কেউ বের হলে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। অযথা মানুষ কম বের হচ্ছে। কেউ বিনা প্রয়োজনে বের হলে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। দুপুর পর্যন্ত মিরপুর বিভাগের পুলিশ ১২০ জনেক গ্রেপ্তার করেছে।'

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন