হোম > সারা দেশ > ঢাকা

প্রবাসীদের এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দূতাবাসগুলোতে পাসপোর্ট সংশোধনের সুযোগ থাকলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ না থাকায় পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতা বাড়ছে। ফলে অনেক প্রবাসীকে এনআইডি জটিলতার জন্য দেশে ফেরত আসতে হচ্ছে। দূতাবাসগুলোর মাধ্যমেই যদি এনআইডি সংশোধন করা যায় তবে প্রবাসীরা যেমন স্বস্তিতে থাকবেন, তেমনি রেমিট্যান্সের মাধ্যমে দেশও উপকৃত হবে। 

আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগের দাবিতে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফোরামের পরিচালক আবু তাহির। 

আবু তাহির বলেন, ‘আমরা পাসপোর্টের সমস্যা সমাধানের জন্য দাবি তুলেছিলাম। সেটা সমাধান হয়ে গেছে। দূতাবাসগুলোতে এখন পাসপোর্ট সংশোধন করা যায়। কিন্তু পাসপোর্ট সংশোধনের সময় এনআইডির ভুল সংশোধন করতে না পারায় অনেকে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতায় পড়ছে।’ 

যাদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের তথ্য মিলছে না তারা অধিকাংশ অবৈধভাবে দেশগুলোতে যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বৈধ না অবৈধভাবে তারা সেখানে গিয়েছে এটা সরকার জানে। আমরা সব সময়ই অবৈধভাবে যাওয়াকে নিরুৎসাহিত করি। তবে এখন তাদের যেহেতু ফেরত আনা হচ্ছে না এবং তারা অর্থনীতিতে অবদান রাখছে সেহেতু তাদের এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসগুলোতেই সংশোধনের সুযোগ দেওয়া হোক।’ 

আরেক পরিচালক লুতফর রহমান বাবু বলেন, ‘কর্মক্ষেত্রে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো উপায় না পেয়ে অনেকে আত্মহত্যার হুমকিও দিচ্ছে।’ 

অন্য পরিচালক এন আই মাহমুদ বলেন, ‘অবৈধভাবে বড়জোর ৩ শতাংশ প্রবাসী বিদেশে যায়। বেশির ভাগ ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটরদের ভুলের কারণে প্রবাসীদের ভুক্তভোগী হতে হচ্ছে। সরকারের পক্ষ থেকেই ভুলগুলো শোধরানোর উদ্যোগ নিতে হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট