হোম > সারা দেশ > ঢাকা

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু ৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

দেশে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে আগামী ৮ এপ্রিল থেকে। চল্লিশোর্ধ্বদের প্রথম ডোজ দেওয়া শেষ হবে আগামীকাল ৬ এপ্রিল, মঙ্গলবার।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।   

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না। দ্বিতীয় ডোজের কার্যক্রম চলার সময় বাকি ভ্যাকসিন চলে আসবে।

ভারতের সেরাম ইনস্টিটিউট (এসআইআই) থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন কিনছে সরকার। গত বছরের ৫ নভেম্বর এসআইআই এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী সরকার সেরাম থেকে প্রতি ডোজ ভ্যাকসিন পাঁচ ডলার দামে তিন কোটি ডোজ আনবে।

এরই মধ্যে ভারত উপহার দিয়েছে ২০ লাখ ডোজ, সেরাম থেকে দুই চালানে এসেছে ৭০ লাখ এবং মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় নরেন্দ্র মোদি উপহার দেন ১২ লাখ ডোজ। সব মিলিয়ে ১ কোটি ২ লাখ ডোজ ভ্যাকসিন থেকে ৬০ লাখেরও বেশি এরই মধ্যে প্রয়োগ করা হয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা