হোম > সারা দেশ > ঢাকা

‘ডেঙ্গু আন্তর্জাতিক সমস্যা’, মোকাবিলায় বিদেশি পরামর্শ নেবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির।

ডা. ফজলে শামসুল কবির বলেন, ‘এরই মধ্যে আমরা প্রাতিষ্ঠানিকভাবে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরিকল্পনা নিয়েছি। যদিও ব্যক্তিগত পর্যায়ে আমাদের কারও কারও সঙ্গে বিদেশি বিশেষজ্ঞদের যোগাযোগ আছে। তবে প্রাতিষ্ঠানিকভাবে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে কিছুটা সময় লাগবে। এ বছর এরই মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। সেখানকার পরিস্থিতি আমাদের চেয়ে অনেক খারাপ। সুতরাং ডেঙ্গু এখন একটি আন্তর্জাতিক সমস্যা। এ জন্য আমরা বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরিকল্পনা নিয়েছি।’

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তারের জন্য প্রতিটি ব্যক্তি, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দায়ী। নগরীর বড় বড় অনেক প্রতিষ্ঠানের ভেতরেও এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সুতরাং শুধু সিটি করপোরেশন একা এই সমস্যা দূর করতে পারবে না। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।

এদিকে ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯-২০ থেকে ২০২১-২২ পর্যন্ত এই তিন অর্থবছরে মশা নিধনের জন্য মোট ৮০ কোটি ২১ লাখ টাকা ব্যয় করেছে। আর ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ৩০ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে কীটনাশক কিনতে ২৫ কোটি টাকা, যন্ত্রপাতি কিনতে ২ কোটি টাকা ও পরিবহনের জন্য বাজেট রাখা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ