হোম > সারা দেশ > ঢাকা

‘ডেঙ্গু আন্তর্জাতিক সমস্যা’, মোকাবিলায় বিদেশি পরামর্শ নেবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির।

ডা. ফজলে শামসুল কবির বলেন, ‘এরই মধ্যে আমরা প্রাতিষ্ঠানিকভাবে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরিকল্পনা নিয়েছি। যদিও ব্যক্তিগত পর্যায়ে আমাদের কারও কারও সঙ্গে বিদেশি বিশেষজ্ঞদের যোগাযোগ আছে। তবে প্রাতিষ্ঠানিকভাবে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে কিছুটা সময় লাগবে। এ বছর এরই মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। সেখানকার পরিস্থিতি আমাদের চেয়ে অনেক খারাপ। সুতরাং ডেঙ্গু এখন একটি আন্তর্জাতিক সমস্যা। এ জন্য আমরা বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরিকল্পনা নিয়েছি।’

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তারের জন্য প্রতিটি ব্যক্তি, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দায়ী। নগরীর বড় বড় অনেক প্রতিষ্ঠানের ভেতরেও এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সুতরাং শুধু সিটি করপোরেশন একা এই সমস্যা দূর করতে পারবে না। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।

এদিকে ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯-২০ থেকে ২০২১-২২ পর্যন্ত এই তিন অর্থবছরে মশা নিধনের জন্য মোট ৮০ কোটি ২১ লাখ টাকা ব্যয় করেছে। আর ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ৩০ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে কীটনাশক কিনতে ২৫ কোটি টাকা, যন্ত্রপাতি কিনতে ২ কোটি টাকা ও পরিবহনের জন্য বাজেট রাখা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন