হোম > সারা দেশ > ঢাকা

নারীর প্রতি চলতে থাকা সহিংসতা দেশের জন্য কালোদাগ হিসেবে চিহ্নিত হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। বিগত কয়েক দিনের এসব ঘটনায় কিশোরী থেকে বৃদ্ধা, বাঙালি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সব ধরনের নারীরাই আক্রান্ত হয়েছেন। নারীর প্রতি চলতে থাকা সহিংসতা দেশের জন্য কালোদাগ হিসেবে চিহ্নিত হবে। 

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘গণপরিবহনে, জনপরিসরে ধর্ষণ-হত্যাসহ নারীর ও কন্যার প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে’ মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। 

মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘সাম্প্রতিক সময়ে নারীর প্রতি ক্রমাগত চলতে থাকা সহিংসতা একবিংশ শতাব্দীতে দেশের জন্য কালোদাগ হিসেবে চিহ্নিত হবে। নারীর প্রতি সংকটজনক এই পরিস্থিতি আমাদের নারী আন্দোলনকর্মীদের হতাশ করে, উদ্বিগ্ন করে।’ পরিস্থিতির উত্তরণে তিনি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নারীদের জীবনকে স্থিতিশীল ও নিরাপদ করে গড়ে তোলার আহ্বান জানান। 

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বিগত কয়েক দিনে নারীর প্রতি সংঘটিত সহিংসতার ঘটনায় স্থান, কাল পাত্র এবং জাতি ভেদে সব বয়সের নারীরাই আক্রান্ত হয়েছেন। দেশের সরকার ব্যবস্থার সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলাফল নারীর ওপর বর্তাবে এটা কোনোভাবেই কাম্য নয়। তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—সংগঠনের সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না, যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা প্রমুখ। তাঁরা বলেন, দেশের ক্ষমতা কাঠামোয় সরকার পরিবর্তন হয়, কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থায় বিচারহীনতার সংস্কৃতির কারণে নারীর প্রতি অবমাননাকর, বৈষম্যপূর্ণ, কুরুচিপূর্ণ এবং ঘৃণিত দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হচ্ছে না। সম্প্রতি সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে থাকা নারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাঁদের কেবল নারী হিসেবে নয়, মানুষ হিসেবে ভাবতে হবে। দেশের ৫০ শতাংশ জনগোষ্ঠী নারীর প্রতি সহিংসতা বন্ধ না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব না। দেশকে গণতান্ত্রিক, মানবিক এবং নারী-পুরুষের সমতাপূর্ণ হিসেবে গড়ে তুলতে হলে মানুষের দৃষ্টিভঙ্গি, চেতনায় এবং মানসিকতায় মৌলিক পরিবর্তন আনতে হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট