হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ২ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমান (৩৫) ও মনির হোসেন (৪০)।

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে দেশীয় অস্ত্র চাকুসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি সুইচগিয়ার ও একটি প্লাস্টিকের বাঁটযুক্ত চাকু উদ্ধার করা হয়।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গতকাল শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে দারুস সালাম টাওয়ারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সিদ্দিকুর রহমান (৩৫) ও মো. মনির হোসেন (৪০)।

দারুস সালাম থানা-পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানার একটি টিম। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে আরও জানানো হয়, তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গাবতলী থেকে বেড়িবাঁধ বড়বাজার রোড এলাকায় ছিনতাই করে থাকেন। দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছে থাকা ব্যাগ, মোবাইল ফোন, বিশেষ করে মহিলা পথচারীদের ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান মালামাল ছিনতাই করেন। অনেক সময় মহাসড়কে ট্রাফিক সিগন্যালে যানজটের সৃষ্টি হলে গ্রেপ্তার ব্যক্তিরা সিএনজির রেক্সিন কভার চাকু-ছুরি দিয়ে কেটে ভেতরে থাকা যাত্রীদের তাৎক্ষণিক ভয়ভীতি দেখিয়ে মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট