হোম > সারা দেশ > শরীয়তপুর

ডামুড্যায় মৎস্য চাষিকে কুপিয়ে হত্যার অভিযোগ  

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে রাসেল সরদার (৩৫) নামে এক মৎস্য চাষিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (ঢাকা পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় তাকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। 

রাসেল উপজেলার ইসলামপুর ইউনিয়নের এরিকাঠি গ্রামের ইচাহাক সরদারের ছেলে। তার নয় বছর ও ছয় বছরের দুটি ছেলে রয়েছে। রাসেলের বড় ভাই ওয়াসিম সরদার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। 
 
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের একাধিক মাছের প্রজেক্ট রয়েছে। শুক্রবার দুপুরে তিনি ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকার একটি সেলুনে শেভ হচ্ছিলেন। 

এ সময় প্রতিপক্ষের ১০ থেকে ১২ জন রাসেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নিহতের বড় ভাই ওয়াসিম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার দুপুরে আমার ছোট ভাই ভাঙ্গাব্রিজ এলাকায় সেলুনে শেভ হচ্ছিল। এ সময় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে পূর্ব পরিকল্পিতভাবে সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের নেতৃত্বে সাইফুল মাদবর, বাচ্চু ফকির, মনির ফকির, পারভেজ ফকির, আবু ঢালী, লিটন মাদবরসহ ১০ / ১২ জন আমার ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।’ এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি 

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা একই এলাকার লোক এবং সম্পর্কে আত্মীয়–স্বজন। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা ছিল। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন