হোম > সারা দেশ > ঢাকা

টিভি ক্যামেরা জার্নালিস্টদের জন্য ডেন্টাল ক্যাম্প করেছে টুথ ফেইরি ফাউন্ডেশন

রাজধানীর সোনারগাঁওয়ে আজ শুক্রবার টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এর কার্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করে টুথ ফেইরি ফাউন্ডেশন। 

দাঁতের সুরক্ষা নিয়ে কাজ করা ডেন্টাল পেশাজীবীদের স্বেচ্ছাসেবি সংগঠন ‘টুথ ফেইরি ফাউন্ডেশন’ আয়োজিত এই ডেন্টাল ক্যাম্পে প্রায় ২০০ জন টিভি ক্যামেরা জার্নালিস্ট বিনামূল্যে দাঁতের সেবা পান। তারা তাঁদের দাঁতের রোগ সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। ১০ জন অভিজ্ঞ ডেন্টাল সার্জন এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। আয়োজনের সহযোগী ছিল ‘টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন’। ক্যামেরা জার্নালিস্টদের জন্য কমিউনিটি বেইজড ডেন্টাল প্রোগ্রাম এটি। 

টুথ ফেইরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আলভী রহমান বলেন, ‘মুখ ও দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেবার পাশাপাশি বিনামূল্যে চেকআপ ও টুথপেস্ট বিতরণ কর্মসূচির মাধ্যমে আমাদের সাংবাদিক ভাই ও বোনদের সুস্বাস্থ্য কামনায় আজকের এই উদ্যোগ নিয়েছি। আশা করি এভাবে ধীরে ধীরে আমরা দেশের সবাইকে দাঁত ও মুখের যত্ন নিতে সচেতন করতে পারব।’ 

টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েনের সভাপতি শেখ মাহাবুব আলম বলেন, ‘টিভি ক্যামেরা জার্নালিস্টদের জন্য টুথ ফেইরি ফাউন্ডেশনের এই আয়োজন আমাদের দাঁতের সুরক্ষার পাশাপাশি পেশাগত জায়গায়ও ভুমিকা রাখবে। একদিকে যেমন আমরা দাঁতের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হলাম, একইভাবে আমরাও আমাদের সাংবাদিকতার মাধ্যমে সুরক্ষা সচেতনতার বিষয়টি গণমানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারব।’ 

এই ক্যাম্পের সঞ্চালক এবং টুথ ফেইরি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ডা. রিজওয়ান হিমেল বলেন, প্রতি ছয় মাস অন্তর অন্তর দাঁত ও মুখগহ্বর এর স্বাস্থ্য চেক আপ খুবই জরুরি। আমরা চেষ্টা করি আমাদের ক্যাম্পগুলোর মাধ্যমে সাধারণ জনগণকে এ ব্যাপারে জানাতে এবং নিজের দাঁত-সুরক্ষার ব্যাপারে আগ্রহী করে তুলতে। 

মেডিপ্লাসের সৌজন্যে এই ক্যাম্পে স্বতঃস্ফূর্ত সেবাগ্রহণকারী সবাইকে উপহার সামগ্রী প্রদান করা হয়। 

প্রসঙ্গত, কয়েকজন ডেন্টাল সার্জনের উদ্যোগে প্রতিষ্ঠিত টুথ ফেইরি ফাউন্ডেশন ২০১২ সাল থেকে দাঁতের যত্ন সংক্রান্ত সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশা মুখগহ্বর এর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে থাকে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট