হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে সাততলা থেকে লাফ দেওয়া যুবকের আইসিইউতে মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে আহত রিয়াদুল ইসলাম রনি (২২) মারা গেছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে আইসিইউতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে মারা যান রনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

এর আগে গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের নতুন ভবনের সাততলা থেকে লাফ দেন রনি।

রনির চাচাতো ভাই আনিছুর রহমান জানান, তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মনোয়ারখালী গ্রামে। বাবার নাম দুলাল ব্যাপারী। গত ২৪ সেপ্টেম্বর রাতে হঠাৎ রনির মাথায় সমস্যা দেখা দেয়। সেই কারণে গত ২৬ সেপ্টেম্বর রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নতুন ভবনের সাত তলায় ৭০১ নম্বর ওয়ার্ডে তিনি ভর্তি ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে রনি সবার ছোট।

আনিছুর আরও জানান, ঘটনার সময় রনির সঙ্গে এক আত্মীয় ছিল। হঠাৎ রনি ভবনের পেছন দিকে গিয়ে কাচের জানালা খুলে বাইরে লাফ দেন। চারতলার ছাদে পড়েন তিনি।

নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, রনি নামে হাসপাতালে ভর্তি এক রোগী সাত তলা থেকে লাফিয়ে পরে গুরুতর আহত হন। ঘটনার পরপরই জরুরি বিভাগে চিকিংসা দিয়ে আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট