হোম > সারা দেশ > ঢাকা

গণস্বাস্থ্যে ৫০০ টাকায় মিলবে ডায়ালাইসিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কিডনি বিকল রোগীদের বেঁচে থাকার একমাত্র চিকিৎসা ডায়ালাইসিস। সরকারি প্রতিষ্ঠানের বাইরে বেসরকারিভাবে যে-কটি প্রতিষ্ঠানে অল্প খরচে এই সেবা পাওয়া যায় গণস্বাস্থ্য হাসপাতাল তার একটি। আসন্ন পয়লা বৈশাখ থেকে ডায়ালাইসিসের খরচ আরও কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন থেকে ৫০০ থেকে ১০০০ টাকায় মিলবে ডায়ালাইসিস সেবা।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য হাসপাতালের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কিডনি বিকল রোগীদের বেশির ভাগেরই অন্যকোন অসংক্রামক রোগ থাকেই। এ ছাড়া অন্যান্য চিকিৎসা খরচ, ওষুধ, যাতায়াত ও বিশেষ খাবারের খরচ তো আছেই। এতে দেখা যায়, রোগী যে আর্থিক অবস্থারই হউক না কেন এই সকল রোগীরা ধীরে ধীরে দরিদ্র থেকে আরও দরিদ্র হয়ে যায়। একপর্যায়ে ডায়ালাইসিসও করাতে পারেন না।

গণস্বাস্থ্য কেন্দ্র সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩২০ জন কিডনি রোগীর নামমাত্র খরচে গুণগত মানের সেবা নিশ্চিত করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায়, পয়লা বৈশাখ থেকে চলতি বছরে দরিদ্র কিডনি রোগীদের ডায়ালাইসিসের খরচ আরও কমানো হচ্ছে। দূর থেকে আসা বা কর্মজীবী রোগীদের রাত ৮টা থেকে ভোর ৫টার বিশেষ শিফটে আর্থিক গ্রুপ ভিত্তিতে ৫০০ থেকে ১০০০ টাকায় হেমোডায়ালাইসিস করার সুবিধা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডায়ালাইসিস চলাকালীন সময়ে হাসপাতাল থেকে ফ্রি খাওয়ার ব্যবস্থাও থাকবে। থাকবে ডায়ালাইসিস শেষে বিশ্রামের ব্যবস্থা। এ ছাড়া ঢাকা শহরের আশপাশে রাতের শিফটের রোগীকে ১০০ টাকায় বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। 

এ ছাড়া সপ্তাহে ৩টি সেশনের অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। সকল বিশেষজ্ঞ ডাক্তারদের বহির্বিভাগের পরামর্শ ফি ও কমানো হয়েছে। আর্থিক গ্রুপভিত্তিক ফি বিনা মূল্য থেকে ৭০০ টাকা করা হয়েছে।

কম খরচে দেশে কিডনি রোগীদের চিকিৎসা সুবিধা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার। প্রতিষ্ঠার পর থেকে অল্প খরচে সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন