হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো সিয়াম (১১) ও সাফিনুর বাবু (১০)। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাবুকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত সিয়ামের চাচাতো ভাই মনসুর মিয়া জানান, নিহত দুই শিশুর পরিবারই থাকে কোনাপাড়ার ফোম ফ্যাক্টরি গলির অহিদ মিয়ার বাড়িতে। বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শিশুর মাধ্যমে তিনি খবর পান, শাহরিয়ার স্টিল মিলের পাশে পুকুরে ডুবে গেছে সিয়াম ও বাবু। তখন তিনি দৌড়ে পুকুরের দিকে যাওয়ার পথে দেখেন, স্থানীয়রা তাদের পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তখন তাদের দুজনকেই প্রথমে স্থানীয় ফেমাস হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তিনি সিয়ামকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত সিয়ামের বাবার নাম বাবলু মিয়া। তাদের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লারচর গ্রামে। বাবা-মায়ের একমাত্র সন্তান সিয়াম স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়ত। 

এদিকে মৃত বাবুর মামাতো ভাই মো. রুমন মিয়া জানান, বাবুর বাবার নাম জজ মিয়া ও মা নুরজাহান। তাদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামে। 

রুমন আরো জানান, স্টিল মিলের পাশে একটি মাঠে সিয়াম, বাবুসহ কয়েকজন শিশু খেলাধুলা করে। এরপর সেখানে পুকুরে গোসল করতে নামে সবাই। তখন পুকুরের পানিতে তলিয়ে যায় এ দুই শিশু। স্থানীয় হাসপাতাল থেকে বাবুকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির