হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় ‘ছেলের ছুরিকাঘাতে’ বাবা নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছেলের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের। আজ সোমবার সকাল ১০টার দিকে স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম উমেশ চন্দ্র সরকার (৬৫)। তিনি আগে একটি জুট মিলে চাকরি করতেন।

মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ছেলে বিষ্ণু চন্দ্র সরকার (৩৫) পলাতক রয়েছেন।

হাসপাতালে নিহতের মেয়ে রুপালি রানী জানান, তাঁর বাবার বাড়ি স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকায়। বাবার বাড়ির পাশেই তাঁর স্বামীর বাড়ি। সকাল ১০টার দিকে তিনি খবর পান, তাঁর বাবাকে ছুরিকাঘাত করেছে তাঁরই ভাই বিষ্ণু চন্দ্র। তখন দৌড়ে বাবার বাড়িতে গিয়ে দেখেন, উঠানে উপুড় হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর বাবা। সঙ্গে সঙ্গে তাঁর বাবাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

রুপালি রানী আরও জানান, তাঁর ভাই বিষ্ণু চন্দ্র মাদকাসক্ত। পরিবারের কাউকেই সে সহ্য করতে পারত না। বোনদেরও তাঁদের বাড়িতে যেতে নিষেধ করতেন। সকালে তাঁর বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁর বাবা উমেশ চন্দ্র সরকার আগে একটি জুট মিলে চাকরি করতেন। আর তাঁর ভাই বিষ্ণু চন্দ্র সরকার স্টাফ কোয়ার্টার এলাকায় মোটর গ্যারেজে কাজ করেন। ঘটনার সময় বাড়িটিতে বাবা-ছেলে ছাড়া আর কেউ ছিল না। তাঁর মা গীতা রানীও মেয়ের বাসায় ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরা থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে।

স্বজনদের বরাতে ওসি জানান, ছেলে তাঁর বাবাকে ছুরিকাঘাত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট