হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় ‘ছেলের ছুরিকাঘাতে’ বাবা নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছেলের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের। আজ সোমবার সকাল ১০টার দিকে স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম উমেশ চন্দ্র সরকার (৬৫)। তিনি আগে একটি জুট মিলে চাকরি করতেন।

মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ছেলে বিষ্ণু চন্দ্র সরকার (৩৫) পলাতক রয়েছেন।

হাসপাতালে নিহতের মেয়ে রুপালি রানী জানান, তাঁর বাবার বাড়ি স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকায়। বাবার বাড়ির পাশেই তাঁর স্বামীর বাড়ি। সকাল ১০টার দিকে তিনি খবর পান, তাঁর বাবাকে ছুরিকাঘাত করেছে তাঁরই ভাই বিষ্ণু চন্দ্র। তখন দৌড়ে বাবার বাড়িতে গিয়ে দেখেন, উঠানে উপুড় হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর বাবা। সঙ্গে সঙ্গে তাঁর বাবাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

রুপালি রানী আরও জানান, তাঁর ভাই বিষ্ণু চন্দ্র মাদকাসক্ত। পরিবারের কাউকেই সে সহ্য করতে পারত না। বোনদেরও তাঁদের বাড়িতে যেতে নিষেধ করতেন। সকালে তাঁর বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁর বাবা উমেশ চন্দ্র সরকার আগে একটি জুট মিলে চাকরি করতেন। আর তাঁর ভাই বিষ্ণু চন্দ্র সরকার স্টাফ কোয়ার্টার এলাকায় মোটর গ্যারেজে কাজ করেন। ঘটনার সময় বাড়িটিতে বাবা-ছেলে ছাড়া আর কেউ ছিল না। তাঁর মা গীতা রানীও মেয়ের বাসায় ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরা থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে।

স্বজনদের বরাতে ওসি জানান, ছেলে তাঁর বাবাকে ছুরিকাঘাত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা