হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় ‘ছেলের ছুরিকাঘাতে’ বাবা নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছেলের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের। আজ সোমবার সকাল ১০টার দিকে স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম উমেশ চন্দ্র সরকার (৬৫)। তিনি আগে একটি জুট মিলে চাকরি করতেন।

মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ছেলে বিষ্ণু চন্দ্র সরকার (৩৫) পলাতক রয়েছেন।

হাসপাতালে নিহতের মেয়ে রুপালি রানী জানান, তাঁর বাবার বাড়ি স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকায়। বাবার বাড়ির পাশেই তাঁর স্বামীর বাড়ি। সকাল ১০টার দিকে তিনি খবর পান, তাঁর বাবাকে ছুরিকাঘাত করেছে তাঁরই ভাই বিষ্ণু চন্দ্র। তখন দৌড়ে বাবার বাড়িতে গিয়ে দেখেন, উঠানে উপুড় হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর বাবা। সঙ্গে সঙ্গে তাঁর বাবাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

রুপালি রানী আরও জানান, তাঁর ভাই বিষ্ণু চন্দ্র মাদকাসক্ত। পরিবারের কাউকেই সে সহ্য করতে পারত না। বোনদেরও তাঁদের বাড়িতে যেতে নিষেধ করতেন। সকালে তাঁর বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁর বাবা উমেশ চন্দ্র সরকার আগে একটি জুট মিলে চাকরি করতেন। আর তাঁর ভাই বিষ্ণু চন্দ্র সরকার স্টাফ কোয়ার্টার এলাকায় মোটর গ্যারেজে কাজ করেন। ঘটনার সময় বাড়িটিতে বাবা-ছেলে ছাড়া আর কেউ ছিল না। তাঁর মা গীতা রানীও মেয়ের বাসায় ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরা থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে।

স্বজনদের বরাতে ওসি জানান, ছেলে তাঁর বাবাকে ছুরিকাঘাত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত