হোম > সারা দেশ > ঢাকা

রামপুরা উপকেন্দ্রে ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরা উপকেন্দ্রে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য কোথাও কোথাও আগামীকাল রোববার থেকে সাত দিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে বলে যে বিজ্ঞপ্তি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড দিয়েছিল, সেটা স্থগিত করা হয়েছে। 

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদ্দোজা খান আজকের পত্রিকাকে বলেন, রামপুরা উপকেন্দ্রে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে বলে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটা স্থগিত করা হয়েছে। 

পিজিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে রামপুরা গ্রিড উপকেন্দ্রে নির্ধারিত উন্নয়নমূলক কাজ (ট্রান্সফরমার প্রতিস্থাপন) ইতিপূর্বে জারিকৃত শিডিউল অনুযায়ী আগামীকাল রোববার থেকে শুরু করা সম্ভব হচ্ছে না। ওই কাজের নতুন সময়সূচি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। 

এর আগে বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ ১৬ জুলাই (রোববার) সকাল ৭টা থেকে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে। 

জাতীয় গ্রিডের উন্নয়নকাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা