হোম > সারা দেশ > ঢাকা

রামপুরা উপকেন্দ্রে ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরা উপকেন্দ্রে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য কোথাও কোথাও আগামীকাল রোববার থেকে সাত দিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে বলে যে বিজ্ঞপ্তি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড দিয়েছিল, সেটা স্থগিত করা হয়েছে। 

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদ্দোজা খান আজকের পত্রিকাকে বলেন, রামপুরা উপকেন্দ্রে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে বলে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটা স্থগিত করা হয়েছে। 

পিজিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে রামপুরা গ্রিড উপকেন্দ্রে নির্ধারিত উন্নয়নমূলক কাজ (ট্রান্সফরমার প্রতিস্থাপন) ইতিপূর্বে জারিকৃত শিডিউল অনুযায়ী আগামীকাল রোববার থেকে শুরু করা সম্ভব হচ্ছে না। ওই কাজের নতুন সময়সূচি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। 

এর আগে বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ ১৬ জুলাই (রোববার) সকাল ৭টা থেকে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে। 

জাতীয় গ্রিডের উন্নয়নকাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন