হোম > সারা দেশ > ঢাকা

হাসিনাকে ফেরতসহ সব ইস্যু নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগোবে: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়ার পর ১০ দিন অতিক্রান্ত হয়েছে। তবে এ বিষয়ে আজ বুধবার পর্যন্ত কোনো জবাব আসেনি প্রতিবেশী দেশটি থেকে। এমন অবস্থায় হাসিনাকে ফেরানোতে আটকে না থেকে দেশটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে এগোচ্ছে সরকার।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এমন ইঙ্গিত দিয়েছেন।

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি দুটি দেশ পাশাপাশি চলবে। এটি (হাসিনা) একটি ইস্যু। কিন্তু দুই পক্ষের মধ্যে অনেক স্বার্থের ইস্যু আছে। আমরা সেগুলো নিয়ে সামনে এগোব। এতে কোনো সমস্যা হবে না।’

সরকার গত কয়েক মাস অনিশ্চয়তার মধ্য দিয়ে পার করেছে— এমনটা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশে এখন একধরনের স্থিতিশীলতা আছে।

পরিস্থিতি আরও স্থিতিশীল হবে—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বৈদেশিক ও অভ্যন্তরীণ সম্পর্কে ক্ষেত্রে একটি মসৃণ পরিস্থিতি সৃষ্টি হবে।

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে চলে যান। এরপর গত পাঁচ মাসে দেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, খুন ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত প্রায় ২৫০টি মামলা দায়ের হয়। এসব মামলায় তাঁকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চেয়ে গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ ভারতকে একটি কূটনৈতিকপত্র দেয়।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত এ বিষয়ে দিল্লি থেকে কোনো কোনো জবাব মেলেনি।

অবশ্য আইনি প্রক্রিয়ায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিকে প্রত্যর্পণের বিষয়ে ২০১৩ সালে ভারতের সঙ্গে সই হওয়া চুক্তিতে কোনো দেশের এমন অনুরোধের জবাব কত দিনের মধ্যে দেওয়া যাবে— সে বিষয়টি নির্দিষ্ট করা নেই।

শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালে তাঁর অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরু হতে পারে— এমন ধারণা দিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

গতকাল ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের অবস্থান হচ্ছে, আমরা চাইব (শেখ হাসিনার) উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয়, তাহলে যেভাবে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব।’

শেখ হাসিনার বিষয়ে ভারত প্রাথমিকভাবে কী অবস্থান নিতে পারে, সে বিষয়ে সরকারের ধারণা আছে, এমনটা উল্লেখ করে উপদেষ্টা বলেন, (চুক্তিভুক্ত) দেশগুলো চূড়ান্ত একটি অবস্থানের (সিদ্ধান্ত) দিকেও যেতে পারে। সেগুলো ভবিষ্যতের জন্য ছেড়ে দিতে হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট