হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচন আল্লাহর হুকুমেই হচ্ছে, মন্তব্য হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদ নির্বাচন আল্লাহর হুকুমেই হচ্ছে, কারণ সবকিছু তার হুকুমেই হয়। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এমন মন্তব্য করেন। 

আদালত বলেন, সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় সংক্রান্ত বিষয়গুলো ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করেছে।

রিট আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য আরও পাঁচ মাস সময় ছিল। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে নির্বাচন করতে যাচ্ছে। অনেক দলই নির্বাচনে অংশগ্রহণ করেনি। এখানে দুটি বিষয়। একটি মেয়াদের পূর্বে এবং অপরটি মেয়াদের পরে। দুই ভাবে নির্বাচনে হতে পারে। 

আদালত বলেন, পরে হলো দৈব-দুর্বিপাকের কারণে। এ সময় ইউনুছ আলী আকন্দ বলেন, সবই অ্যাক্ট অব গড, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। তখন আদালত বলেন, পাঁচ মাস আগে যে হচ্ছে, এটিও আল্লাহর হুকুমে হচ্ছে।

হাইকোর্ট বলেন, সংবিধানের মধ্যে থেকে নির্বাচন কমিশনের তাদের সুবিধামতো সময়ে নির্বাচন দেওয়ার এখতিয়ার রয়েছে। আর সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচনের বিষয়ে ২০১৮ সালে সেটেল হয়ে গেছে। 

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, সংবিধানে স্পষ্ট বলা হয়েছে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন সম্পন্ন করতে হবে। পরে আদালত এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। 

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। আর এই বিষয়ে রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় তফসিল স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। 

এ ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আদেশ প্রার্থনা করা হয়েছে আবেদনে। 

আইন মন্ত্রণালয়ের দুই সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, সংসদ সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রিটে বিবাদী করা হয়। রিটে যুক্তি হিসেবে বলা হয়, এখনো একাদশ সংসদ বহাল আছে। আর সংসদ বহাল রেখে নির্বাচন অসাংবিধানিক। কারণ ৭ জানুয়ারি নির্বাচন হলে দুটি সংসদ হবে। 

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছাতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান এই আইনজীবী। এছাড়া প্রধান বিরোধী দল না আসা এবং সারা দেশে হরতাল–অবরোধ চলায় এই অবস্থায় নির্বাচন হতে পারে না বলে মনে করেন রিটকারী আইনজীবী।

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি