হোম > সারা দেশ > ঢাকা

মাদকবিরোধী ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’

আজকের পত্রিকা ডেস্ক­

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গেন্ডারিয়া ঢাকা (দক্ষিণ) কার্যালয়ের ভবনে লাগানো মাদক রোধক ডিসপ্লেতে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। ছবি: আজকের পত্রিকা

এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গেন্ডারিয়া ঢাকা (দক্ষিণ) কার্যালয়ের ভবনে লাগানো মাদক রোধক ডিসপ্লেতে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠেছে। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অধিদপ্তরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি, শৃঙ্খলা রক্ষায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ ও মাদক কর্তৃপক্ষ।

আজ সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গেন্ডারিয়া থানা সূত্রে এসব তথ্য জানা যায়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের দক্ষিণ কার্যালয়ের ছাদের বাইরের দিকে একটি ডিসপ্লে আছে। যেখানে মাদককে না বলুন, কিংবা মাদকবিরোধী নানা স্লোগান ২৪ ঘণ্টা দেখানো হয়। সেই ডিসপ্লেতে গত রোববার রাত ১২টার দিকে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ এমন লেখা দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা জড়ো হয়ে কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থলে আসেন গেন্ডারিয়া থানার এসআই মো. আব্দুর কাদির। পরে তাঁরা স্থানীয় মানুষজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সঙ্গে সঙ্গে ডিসপ্লেটি বন্ধ করে দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ঢাকার (দক্ষিণ) উপপরিচালক মো. মানজুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাত ১২টার পর ডিসপ্লেতে লেখা দেখে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের কর্মকর্তা ও পুলিশ যায়। গিয়ে সেটি বন্ধ করে। এ ঘটনায় অতিরিক্ত পরিচালক লিখিতভাবে প্রধান কার্যালয়ে জানানোর পর অধিদপ্তরের পরিচালক মো. মাসুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবেন তাঁরা। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে। অধিদপ্তরের কর্মকর্তারাও একটি জিডি করেছেন। আমরা বিষয়টির তদন্ত করছি।’

এর আগে, কমলাপুর স্টেশন, খুলনা রেলস্টেশনসহ কয়েকটি জেলায় সরকারি কার্যালয় কিংবা অধিদপ্তরের ডিসপ্লেতে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান ভেসে ওঠার অভিযোগ রয়েছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক