হোম > সারা দেশ > ঢাকা

কাজে ফাঁকি দেন মশককর্মীরা, শরীরে ক্যামেরা বসাবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকারমশক নিধন কার্যক্রম আধুনিকায়নে এবার মশককর্মীদের শরীরে ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। 

সম্প্রতি ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মশককর্মীদের নজরদারি করার জন্য তাঁদের শরীরে ক্যামেরা স্থাপন করা হবে। এতে তাঁরা আর কাজে ফাঁকি দিতে পারবেন না। প্রথম পর্যায়ে ২০ জন মশককর্মীর শরীরে এই ক্যামেরা বসানো হবে। 

ডিএনসিসির অফিস আদেশে বলা হয়েছে, আধুনিক ও স্মার্ট ঢাকা গড়ে তুলতে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনাসংশ্লিষ্ট পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগের মশকনিধন কার্যক্রমে নিয়োজিত কর্মীদের কাজের অবস্থান, প্রকৃতি ও কার্যনিবিষ্ট থাকার সময় প্রযুক্তিনির্ভর উপায়ে পর্যবেক্ষণ, মনিটরিংসহ পরিচ্ছন্নতাসংক্রান্ত কাজের গুণগত মান ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে পরিচ্ছন্নতাকর্মীদের শরীরে স্থাপন উপযোগী ৪জি বডি ক্যামেরা বসানো হবে। এর জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাঁরা ক্যামেরাগুলো গ্রহণ করবেন। 

পাঁচ সদস্যের কমিটির আহ্বায়ক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শফিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষামূলকভাবে প্রথম ধাপে ২০ জনের শরীরে ক্যামেরা বসানো হবে। ওই ক্যামেরা এরই মধ্যে আমরা হাতে পেয়েছি। নির্বাচনের পরেই কার্যক্রম শুরু করব।’

৪জি বডি ক্যামেরা বসানোর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘মশককর্মীরা কাজে ফাঁকি দেয়। হাজিরা দিয়ে তারা আর সাইটে থাকে না। মূলত তাদের মনিটরিং করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে