হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মিরপুর দারুসসালামে ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর দারুস সালাম সেলিনা হাসপাতালের সামনে সিনিয়র-জুনিয়রের দ্বন্দ্বে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সেলিনা হাসপাতালের সামনে শাহআলী মডেল স্কুলের পেছনের গলিতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলো মো. ইকবালের ছেলে সোহানুর রহমান সোহান (১৮), আব্দুল হান্নানের ছেলে মো. রিয়ান(১৮) ও মো. মজনু মিয়ার ছেলে আবরাজ আহমেদ ইমন(২০)। তাদের সবার বাসা দারুস সালাম লালকুঠি এলাকায়।

আহতদের বন্ধু মেহেদি হাসান রাব্বী জানায়, ইমন মিরপুর কলেজে ২য় বর্ষের ছাত্র, রিয়ান মিরপুর লিটল ফ্লাওয়ার স্কুলে দশম শ্রেণি, ও সোহান মিরপুর কলেজে ১ম বর্ষের ছাত্র। রাতে ৮টার দিকে এলাকার মন্টি নামের এক ছোট ভাইকে মারধর করে একই এলাকার সাকিব, রায়হান, ইমন, আবির সহ কয়েকজন। 

রাব্বী আরও জানায়, মারধরের কথা মন্টি আহত ইমনকে জানায়, ইমন বন্ধু রিয়ান ও সোহানকে নিয়ে শাহআলী মডেল স্কুলের পেছনে স্পট গলিতে যায়। সেখানে রায়হান, ইমনদেরকে মন্টিকে মারধরের কারণ জিজ্ঞাসা করলে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ইমনের গলায়, রিয়ান সোহানের পিঠে গিয়ার চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় তাঁদেরকে প্রথমে সেলিনা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তিনজনের অবস্থাই গুরুতর।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কি বিষয় নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারি নাই। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট