হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় দক্ষিণখানের সরদার সুরুজ্জামান মহিলা কলেজসংলগ্ন ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন ভবনের মালিক আনোয়ার হোসেনের স্ত্রী মনিরা বেগম (৩৬), জেএমআই গ্যাস সিলিন্ডার কোম্পানির কর্মচারী সাকিব (২৬) ও জসিম (৪০)। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘মনিরা বেগমের শরীরের ২২ শতাংশ, সাকিবের ২২ শতাংশ ও জসিমের ২৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।’ 

ভবনের মালিক আনোয়ার হোসেন বলেন, ‘বাসায় জেএমআই গ্যাস সিলিন্ডার লাগানো হয়। সিলিন্ডার লাগানোর পর চুলা জ্বালিয়ে চেক করার চেষ্টা করেন তারা। এ সময় আগুন ধরানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয়ে তাঁরা দগ্ধ হন।’ 

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস লাইন লিকেজ ছিল, যা ঠিক করতে মিস্ত্রি গিয়েছিল। গ্যাসের লাইন দেওয়ার পর চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ হয়। খবর পেয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট