হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় দক্ষিণখানের সরদার সুরুজ্জামান মহিলা কলেজসংলগ্ন ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন ভবনের মালিক আনোয়ার হোসেনের স্ত্রী মনিরা বেগম (৩৬), জেএমআই গ্যাস সিলিন্ডার কোম্পানির কর্মচারী সাকিব (২৬) ও জসিম (৪০)। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘মনিরা বেগমের শরীরের ২২ শতাংশ, সাকিবের ২২ শতাংশ ও জসিমের ২৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।’ 

ভবনের মালিক আনোয়ার হোসেন বলেন, ‘বাসায় জেএমআই গ্যাস সিলিন্ডার লাগানো হয়। সিলিন্ডার লাগানোর পর চুলা জ্বালিয়ে চেক করার চেষ্টা করেন তারা। এ সময় আগুন ধরানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয়ে তাঁরা দগ্ধ হন।’ 

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস লাইন লিকেজ ছিল, যা ঠিক করতে মিস্ত্রি গিয়েছিল। গ্যাসের লাইন দেওয়ার পর চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ হয়। খবর পেয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।’ 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট