হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসিতে ৮৫, ডিএনসিসিতে ৮০ ভাগ বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন অলিগলিতে পশু কোরবানি দিচ্ছেন রাজধানীবাসী। পশু কোরবানির ফলে বর্জ্য জমছে আনাচে-কানাচে। দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ শুরু করে ঢাকার দুই সিটির প্রায় ১৯ হাজার পরিচ্ছন্নতা কর্মী। 

সংশ্লিষ্টরা জানিয়েছে, এবার ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র বেশ ভালো। বিকেল ৬টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ ভাগ আর রাত ৮টা পর্যন্ত দক্ষিণে ৮৫ ভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। 

ঢাকার দুই সিটির মিরপুর, উত্তরা, মহাখালী, বনানী, বাড্ডা, রামপুরা, গুলিস্তান, কলাবাগান, সাইন্সল্যাব ও আগারগাঁও এলাকার ঘুরে রাস্তাঘাট ও আবাসিক ভবনের সামনে পশুর রক্ত, গোবর, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখা যায়নি। 

সিটি করপোরেশনের পাশাপাশি অনেকে নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে। পশুর বর্জ্য তারা ব্যাগে ভরে সিটি করপোরেশনের ভ্যানে তুলে দিয়েছেন। 

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত মোট কোরবানির বর্জ্যের ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। শতভাগ সম্পন্ন হয়েছে ১১টি ওয়ার্ডে। 

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করছেন। দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১০,১৬, ১৭,২৩, ২৪,২৫, ২৬,২৮, ২৯,৩০, ৩১,৩৬, ৩৭,৩৮, ৩৯,৪০, ৪১,৪২, ৪৩,৪৯, ৫২,৫৩, ৫৬,৫৭, ৬৭,৬৮, ৬৯,৭০, ৭১,৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ড। 

এছাড়া ১৭টি ওয়ার্ড থেকে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো-৫,৮, ৯,১১, ১৩,১৯, ২০,২১, ৩৪,৪৮, ৫১,৫৪, ৫৫,৫৮, ৫৯,৬৬, ৭৩ নম্বর ওয়ার্ড।

এ পর্যন্ত ডিএসসিসিতে সার্বিকভাবে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’