হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় মাদ্রাসাছাত্র হত্যায় মানববন্ধন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় মাদ্রাসাছাত্র মো. হাসিবুল (১৩) হত্যার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পাংশা উপজেলার সব মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী।

মানববন্ধনে নিহত শিক্ষার্থী মো. হাসিবুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সমসপুর দাখিল মাদ্রাসার সুপার আবু সালে জিল্লুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. মাহবুবুর রহমান প্রমুখ।

নিহত মো. হাসিবুল উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। গত মঙ্গলবার বিকেলে বাবার অটো ভ্যান নিয়ে বের হয়ে পরে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি ঘাসখেত থেকে হাসিবুলের মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানার পুলিশ।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, শিক্ষার্থী হাসিবুল হত্যার ঘটনায় মো. তারেক (২০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারেক উপজেলার জয়গ্রামের মো. খালেক প্রামাণিকের ছেলে।

এদিকে লুণ্ঠিত ভ্যান উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তারেক। আসামিকে আদালতে পাঠানো হবে। আদালতে দেওয়া স্বীকারোক্তি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট