হোম > সারা দেশ > ঢাকা

এফ-কমার্স সামিটে উদ্যোক্তাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারও ফেসবুক পেজের নাম বর্ণিল, কারও চন্দ্রবালা। আছে মাটির সাজঘর, স্টাইলজ অ্যান্ড ডেকোরজ, সাজসরঁজামসহ নানান নামের পেজ। এই সব পেজ থেকে পরিচালনা করা হয় অনলাইন ব্যবসা। ফেসবুকভিত্তিক এমন অনলাইন উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এফ-কমার্স সামিট ২০২৩।

আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে অনুষ্ঠিত দিনব্যাপী আয়োজন অংশ নেন নির্বাচিত ৩০০ জন উদ্যোক্তা। সামিটে অংশ নিয়েছেন শখের বাড়ি পেজের ব্যবস্থাপনা পরিচালক আফিফা ঈশিতা।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৭ থেকে ফেসবুকে পেজ পরিচালনা করি। নিজে না বোঝায় অন্য কারও মাধ্যমে ফেসবুক বুস্ট করিয়েছি। অনেক সময় পেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এফ-কমার্সে সামিটে এসেছি ফেসবুক পেজ ব্যবস্থাপনা ভালো ভাবে বুঝার জন্য।’

অনলাইন টেক একাডেমির সদস্য তৌসিফ আলম বলেন, ‘অনেক দিন ধরে ফেসবুক পেজ ভিত্তিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছি। অন্যের গল্প শুনতে ও নিজের অভিজ্ঞতা জানাতে এফ-সামিটে অংশ নিয়েছি।’

আইসিটি ডিভিশনের এটুআই প্রকল্প ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় এফ-কমার্স সামিটের আয়োজন করে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান মেলোনেডস ডিজিটাল। সম্মেলনে টাইটেল স্পনসর ‘এইচটিটিপুল’ এবং সহযোগী ছিল বিকাশ।

সামিটের বিষয়ে মেলোনেডস ডিজিটালের সিএফও এবং ম্যানেজিং ডিরেক্টর সালমা আদিল বলেন, ‘ফেসবুক কেন্দ্রিক বিজনেস গুলো অবশ্যই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। আজকের এই কার্যক্রম এই সামিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

সামিটে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ মফিজুর রহমান। আর বিশেষ অতিথি ছিলেন এটুআইয়ের প্রজেক্ট ডিরেক্টর ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।

এফ-কমার্স সামিটে তিনটি অধিবেশন, তিনটি কর্মশালা ও প্যানেল আলোচনায় অনলাইন ব্যবসায়ের ওপর ধারণা দেওয়া হয়। পাশাপাশি, ডিজিটাল মার্কেটিং ও মিডিয়া বাইয়িং এর গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনাপর্ব সঞ্চালনা করেন এইচটিটিপুল বাংলাদেশের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী।

এ ছাড়া প্যানেল ডিসকাশনে অংশ নেন বিকাশের হেড অফ ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস ইশতিয়াক শাহরিয়ার।

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু