হোম > সারা দেশ > ঢাকা

গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর জায়গায় হামলার পরিকল্পনা নব্য জেএমবির: সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানে বোমা হামলার পরিকল্পনা করছে উগ্রবাদী জঙ্গি সংগঠন নব্য জেএমবি। এ লক্ষ্যে রিমোট কন্ট্রোল, ড্রোন বোমা এবং আরও নানান ধরনের বোমা তৈরি করে চলেছে সংগঠনটির সদস্যরা। আর এই বোমা তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছিলেন সংগঠনটির সামরিক শাখার অন্যতম বোমা প্রশিক্ষক জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল হাসান ওরফে ফোরকান। মঙ্গলবার দিবাগত রাতে কাফরুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই সহযোগীসহ এই বোমা প্রশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
 
বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড  ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এসব কথা জানান। তিনি জানান, ধারাবাহিকভাবে কাজ করে পুলিশের তালিকার মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। 
 
মো. আসাদুজ্জামান বলেন, নব্য জেএমবির নতুন আমীরের নেতৃত্বে ফোরকান সংগঠন পুনর্গঠনের দায়িত্ব নিয়ে অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছিল। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিশেষ স্থানে বড় ধরনের হামলা করে সংগঠনের প্রচার এবং বিস্তৃতির পরিকল্পনা ছিল তাঁর। সে লক্ষ্যে বোমা প্রশিক্ষণের পাশাপাশি কারাতে প্রশিক্ষণ, কেমিক্যাল কোম্পানিতে চাকরি করে বড় বোমা তৈরি, ড্রোনের সঙ্গে বোমা সংযুক্ত করে হামলার পরিকল্পনাও করেছিলেন তিনি।'
 
সিটিটিসি প্রধান আরও বলেন, '১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে। যেহেতু সে শুরু থেকেই সংগঠনের বড় নেতাদের সঙ্গে ছিল তাই রিমান্ডে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।'

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন