হোম > সারা দেশ > ঢাকা

আপিল নিষ্পত্তির আগেই দুই আসামির ফাঁসি কার্যকর নিয়ে আলোচনা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপিল নিষ্পত্তির আগেই চুয়াডাঙার দুই আসামির ফাঁসি কার্যকর হয়েছে বলে আলোচনা শুরু হয়েছে। আসামিদের একজনের আইনজীবী আসিফ হাসান অভিযোগ করেন, মামলাটি শুনানির জন্য গত বুধবার আপিল বিভাগের কার্যতালিকায় আসে। কিন্তু পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পারেন, আপিল নিষ্পত্তির আগেই ২০১৭ সালে দুজনের ফাঁসি কার্যকর হয়েছে।

যে দুই আসামি নিয়ে আলোচনা, তাঁরা হলেন—আবদুল মোকিম ও গোলাম রসুল ওরফে ঝড়ু। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৯৯৪ সালের ২৮ জুন সাবেক ইউপি মেম্বার মো. মনোয়ার হোসেন খুন হন। বিচার শেষে ওই ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—একই ইউনিয়নের তৎকালীন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মোকিম ও ঝড়ু। বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুসারে আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। হাইকোর্ট মোকিম ও ঝড়ুর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে ২০১৩ সালে রায় ঘোষণা করেন। পরে তাঁরা এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। যশোর কেন্দ্রীয় কারাগারে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। 

এ বিষয়ে খুলনা বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. সগির মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক না। সব আইনি প্রক্রিয়া মেনেই তাঁদের ফাঁসি কার্যকর হয়েছে।’ 

মো. সগির মিয়া জানান, বিচারিক আদালতের পর হাইকোর্ট ও আপিল বিভাগে ওই মৃত্যুদণ্ডের আদেশ বহাল ছিল। রাষ্ট্রপতির কাছে তাঁদের প্রাণ ভিক্ষার আবেদনও নাকচ হয়। এরপরই সব নিয়ম মেনে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি বলেন, ‘আদালত, কারাগার, মন্ত্রণালয়সহ সবখানেই এসব নথি সংরক্ষিত রয়েছে।’ 

সব নিষ্পত্তি হওয়া পর কী করে এই মামলা কার্যতালিকায় এল? জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না। না জেনে কোনো কিছু বলা ঠিক হবে না।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির