হোম > সারা দেশ > ঢাকা

ফিলিস্তিনিদের জন্য মসজিদে মসজিদে দোয়া, রাস্তায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহত ও আহত ফিলিস্তিনিদের জন্য রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশে মসজিদে মসজিদে দোয়া চেয়ে মোনাজাত করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ মোনাজাত করা হয়। 

মোনাজাতে ইসরায়েলের হাতে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। পরে মুসল্লীরা প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করেন। সেখানে ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন সাধারণ মুসল্লিরা। ঢাকার লালবাগ, রামপুরা, মোহাম্মদপুর, উত্তরায়সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। 

ইসরায়েলি বাহিনীর হামলা ও ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শনিবার (২১ অক্টোবর) এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

এতে বলা হয়, গাজাসহ ফিলিস্তিনজুড়ে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে এ রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা হবে। 

আরও বলা হয়, শনিবার (২১ অক্টোবর) দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এদিকে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছেন শিল্পী ও সংস্কৃতিজনেরা। তারা বলছেন, বিশ্বজুড়ে যারা মানবতার বুলি আওড়ায়, তারাই বর্বর আক্রমণের সহযোগিতা করছে। 

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আক্রমণ এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদ যোগানের বিষয়টিকে এভাবে দেখছেন সংস্কৃতিজনরা। মানববন্ধনে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ,  গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, নাট্যজন ঝুনা চৌধুরী প্রমুখ।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি। নিহতের ৪০ শতাংশই শিশু। এ ছাড়া গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট