গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে নায়েব আলী (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী হিংগারপাড়া গ্রামের অপুর উদ্দিন ফকিরের ছেলে। তিনি পেশায় হলুদ ব্যবসায়ী।
বিদ্যুতায়িত হয়ে নায়েব আলীর মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পবিত্র কুমার রায়। তিনি বলেন, ‘এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
স্থানীয় লোকজন জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বাঁশ কাটছিলেন নায়েব আলী। এ সময় একটি বাঁশ হেলে পড়ে বৈদ্যুতিক তারের সঙ্গে লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।