হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় গরুর হাটে ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহাসড়কে ‘গরুর গাড়ি আটকে জোর করে’ হাটে ঢোকানোর ছবি ও ভিডিও ধারণ করায় রাজধানীর নুরুল আমিন হাসান নামের এক সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হাটের ইজারাদারের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে উত্তরা ১০ নম্বর সেক্টরে কামারপাড়া পুলিশ বক্সের সামনে ১৫–২০ জন যুবক এ হামলা চালান। নুরুল আমিন হাসান আজকের পত্রিকার সিটি প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলায় তাঁর ডান হাত, গলার ডান পাশে, বুকে ও পিঠে আঘাত পেয়েছেন। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

নুরুল আমিন বলেন, ‘কোরবানির ঈদকে কেন্দ্র করে সারা দেশ থেকে ট্রাকে করে গরু আসছে ঢাকায়। একেকজন একেক হাটে গরু নিচ্ছেন। এমনই কিছু ট্রাক উত্তরাতে যাচ্ছিল, কিন্তু পথে কামারপাড়া গরুর হাটের লোকজন জোর করে গাড়ি তাঁদের হাটে ঢোকাচ্ছেন। এমন খবর পেয়ে সেখানে গিয়ে ছবি ধারণ করায় কয়েকজন আমার এপর হামলা করে। মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারতে থাকে। মারতে মারতে কামারপাড়া মোড়ে ট্রাফিক বক্সের কাছে নিয়ে যায়। তখন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মারুফ ছুটে এসে আমাকে উদ্ধার করেন।’

মারধরের সত্যতা নিশ্চিত করে সার্জেন্ট মারুফ বলেন, ‘আমি ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে ছিলাম। তখন বাইরে দেখি ঝামেলা হচ্ছে। পরে বেরিয়ে এসে দেখতে পাই সাংবাদিক হাসান ভাইকে মারধর করছে। পরে তাঁকে রক্ষা করার জন্য সাধ্যমতো চেষ্টা করি।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব