হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় গরুর হাটে ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহাসড়কে ‘গরুর গাড়ি আটকে জোর করে’ হাটে ঢোকানোর ছবি ও ভিডিও ধারণ করায় রাজধানীর নুরুল আমিন হাসান নামের এক সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হাটের ইজারাদারের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে উত্তরা ১০ নম্বর সেক্টরে কামারপাড়া পুলিশ বক্সের সামনে ১৫–২০ জন যুবক এ হামলা চালান। নুরুল আমিন হাসান আজকের পত্রিকার সিটি প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলায় তাঁর ডান হাত, গলার ডান পাশে, বুকে ও পিঠে আঘাত পেয়েছেন। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

নুরুল আমিন বলেন, ‘কোরবানির ঈদকে কেন্দ্র করে সারা দেশ থেকে ট্রাকে করে গরু আসছে ঢাকায়। একেকজন একেক হাটে গরু নিচ্ছেন। এমনই কিছু ট্রাক উত্তরাতে যাচ্ছিল, কিন্তু পথে কামারপাড়া গরুর হাটের লোকজন জোর করে গাড়ি তাঁদের হাটে ঢোকাচ্ছেন। এমন খবর পেয়ে সেখানে গিয়ে ছবি ধারণ করায় কয়েকজন আমার এপর হামলা করে। মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারতে থাকে। মারতে মারতে কামারপাড়া মোড়ে ট্রাফিক বক্সের কাছে নিয়ে যায়। তখন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মারুফ ছুটে এসে আমাকে উদ্ধার করেন।’

মারধরের সত্যতা নিশ্চিত করে সার্জেন্ট মারুফ বলেন, ‘আমি ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে ছিলাম। তখন বাইরে দেখি ঝামেলা হচ্ছে। পরে বেরিয়ে এসে দেখতে পাই সাংবাদিক হাসান ভাইকে মারধর করছে। পরে তাঁকে রক্ষা করার জন্য সাধ্যমতো চেষ্টা করি।’

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন