হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় গরুর হাটে ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহাসড়কে ‘গরুর গাড়ি আটকে জোর করে’ হাটে ঢোকানোর ছবি ও ভিডিও ধারণ করায় রাজধানীর নুরুল আমিন হাসান নামের এক সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হাটের ইজারাদারের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে উত্তরা ১০ নম্বর সেক্টরে কামারপাড়া পুলিশ বক্সের সামনে ১৫–২০ জন যুবক এ হামলা চালান। নুরুল আমিন হাসান আজকের পত্রিকার সিটি প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলায় তাঁর ডান হাত, গলার ডান পাশে, বুকে ও পিঠে আঘাত পেয়েছেন। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

নুরুল আমিন বলেন, ‘কোরবানির ঈদকে কেন্দ্র করে সারা দেশ থেকে ট্রাকে করে গরু আসছে ঢাকায়। একেকজন একেক হাটে গরু নিচ্ছেন। এমনই কিছু ট্রাক উত্তরাতে যাচ্ছিল, কিন্তু পথে কামারপাড়া গরুর হাটের লোকজন জোর করে গাড়ি তাঁদের হাটে ঢোকাচ্ছেন। এমন খবর পেয়ে সেখানে গিয়ে ছবি ধারণ করায় কয়েকজন আমার এপর হামলা করে। মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারতে থাকে। মারতে মারতে কামারপাড়া মোড়ে ট্রাফিক বক্সের কাছে নিয়ে যায়। তখন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মারুফ ছুটে এসে আমাকে উদ্ধার করেন।’

মারধরের সত্যতা নিশ্চিত করে সার্জেন্ট মারুফ বলেন, ‘আমি ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে ছিলাম। তখন বাইরে দেখি ঝামেলা হচ্ছে। পরে বেরিয়ে এসে দেখতে পাই সাংবাদিক হাসান ভাইকে মারধর করছে। পরে তাঁকে রক্ষা করার জন্য সাধ্যমতো চেষ্টা করি।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট