হোম > সারা দেশ > ঢাকা

দৌলতখানে গৃহবধূকে হত্যা, স্বামী ও শাশুড়ি আটক

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখানে রতনা বেগম (১৯) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাসেল ও শাশুড়ি নিলু বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী রাসেল ও শাশুড়ি নিলু বেগমকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার দুপুরে উপজেলার চরখিলফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূ রতনা বেগম উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির নসু ব্যাপারীর মেয়ে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ১০ মাস আগে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে রাসেলের সঙ্গে পার্শ্ববর্তী সৈয়দপুর ইউনিয়নের নসু ব্যাপারীর মেয়ে রতনার বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই গৃহবধূকে যৌতুকের জন্য চাপ দেওয়া হতো। ঘটনার দিন আজ সকালে গৃহবধূ রতনা বেগম তার বাপের বাড়িতে যেতে চান। এ সময় নিহতের স্বামী ও শাশুড়ি যৌতুকের সূত্র ধরে গৃহবধূ রতনা বেগমকে বাপের বাড়িতে যেতে বাধা দেন। একপর্যায়ে স্বামী রাসেল ও শাশুড়ি নিলু বেগম শ্বাসরোধ করে রতনা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় দৌলতখান থানা-পুলিশ রাসেল ও শাশুড়ি নিলু বেগমুকে আটক করে। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। 

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার