হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় নিখোঁজ শিশুর লাশ বাড়ির পাশের মেঘনা থেকে উদ্ধার 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর দেড় বছরের শিশু রিতা মণির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশের মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম।

নিহত শিশুটি চানপুর ইউনিয়নের কালিকাপুর এলাকার আসাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শিশু রিতা মণিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন বুধবার সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা লাশটি উদ্ধার করে নদীর পাড়ে আনেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শনাক্ত করেন।

নিহত শিশুর চাচা নাসির উদ্দিন বলেন, ‘গতকাল সন্ধ্যার পর থেকে আমার ভাতিজিকে খুঁজে পাচ্ছিলাম না। পরে সকালে মেঘনায় তার লাশ পাওয়া গেছে।’

বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, নদীতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু