হোম > সারা দেশ > ঢাকা

সাড়ে ৮ ঘণ্টা পর ডেমরার কাপড়ের গুদামে আগুন নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেমরার ভাঙাপ্রেস এলাকার একটি কাপড়ের গুদামে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লেগেছিল। টানা সাড়ে ৮ ঘণ্টা প্রচেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে এই আগুন নিয়ন্ত্রণে। 

ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘এখন আগুন নিয়ন্ত্রণে আছে। রাত সাড়ে ১১টা থেকে অগ্নিনির্বাপণের কাজ চালিয়ে সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আমরা।’

তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। ভবনের মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাই পরবর্তী সময়ে যোগাযোগ করে বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গুদামে আগুনের সূত্রপাত হয়। রাতভর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু একদিকে আগুন নেভান তো অন্যদিকে আবারও দাউ দাউ করে জ্বলে ওঠে। সেই সঙ্গে কিছুক্ষণ পর পর জানালার কাচ বিস্ফোরিত হয়। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় নৌবাহিনী। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল জানিয়েছিল, ডেমরার ভাঙাপ্রেস এলাকায় চারতলা ভবনটির তৃতীয় তলায় কাপড়ের গুদামে আগুন লাগে। অন্যান্য ফ্লোরেও আগুন ছড়িয়েছে। রাত সাড়ে ১১টায় আগুন লাগার খবর পাওয়ার পর পৌনে ১২টার দিকে প্রথম ইউনিট পৌঁছায়। ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

আগুন লাগার শুরুর দিকে, চতুর্থতলাকে কাপড়ের গুদাম বলা হলেও পরে ব্যবসায়ীরা জানান, সেটি আমদানি করা ক্রীড়াসামগ্রীর গুদাম। এরই মধ্যে আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট