হোম > সারা দেশ > টাঙ্গাইল

তত্ত্বাবধায়ক সরকার কখনো ফিরে আসবে না: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৪ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এই আন্দোলনে কোনো লাভ হবে না। আন্দোলনের নামে তারা বাড়াবাড়ি শুরু করলে কঠোর হস্তে দমন করা হবে।’ 

আজ শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনায় যোগদানের আগে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। 

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয় স্বনামে উদ্ভাসিত। এটি আমাদের অহংকারের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মতো প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠিনে শিক্ষার মান উন্নয়নের ওপর নজর দিতে হবে। যেসব প্রতিষ্ঠান মানহীন অবস্থায় রয়েছে, তাদের মান উন্নয়ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নূর রহমান। বক্তব্য দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন আহম্মেদ, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, সাবেক অধ্যক্ষ মো. মনসুর আলী, আয়োজক কমিটি মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন, সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মো. লোকমান হোসেন, সদস্যসচিব মো. আব্দুল আলীম প্রমুখ। 

সকালে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাঁদের প্রাণের বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আসেন। অনুষ্ঠানে ৫০ পাউন্ডের একটি কেক কাটা হয়। এ ছাড়া পায়রা ওড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার