হোম > সারা দেশ > মাদারীপুর

পরিবারের ৬ সদস্যের হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে মুখোশ পরা ডাকাত দল সবাইকে জিম্মি করে। পরে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকায় হাবিবুর রহমান জমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। 
 
পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ২টার দিকে সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দারের বাড়ির জানালার গ্রিল কেটে মুখোশ পরা ডাকাতদল ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। একপর্যায়ে বাড়ির সবার হাত পা বেঁধে ফেলে। পরে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সদর মডেল থানা–পুলিশ। 

ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দার বলেন, ‘একসঙ্গে ১০-১৫ জন মুখোশ পরা ডাকাত ঘরের ভেতর প্রবেশ করে। প্রথমে তারা আমার মেয়ের ঘরে যায়, সেখান গিয়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমাদেরও জিম্মি করে ফেলে। এ সময় আমাদের ৬ সদস্যের সবাইকে হাত-পা বেঁধে ফেলে। এরপর ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।’ 

হাবিবুর রহমান জমাদ্দার বলেন, ‘আমার সারা জীবনের সঞ্চয় নিয়ে গেছে ডাকাতদল। আমি এর বিচার চাই, পাশাপাশি আমার খোয়া যাওয়া সব সম্পত্তি ফেরতও চাই।’ 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা