হোম > সারা দেশ > ঢাকা

থানায় মামলা না নিলে ওসিকে ১ মিনিটে সাসপেন্ড করে দেব: ডিএমপি কমিশনার

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: আজকের পত্রিকা

মামলা হওয়ার মতো ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মামলা না নিলে এবং সে বিষয়ে ওসির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পেলে তৎক্ষণাৎ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের সভাকক্ষে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক, গ্যারেজ মালিক, শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক চলাকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেব। কোনো ঘটনা ঘটলে পুলিশ মামলা নেবে না, তা মানবো না।’

বৈঠকে একজন রিকশাচালক দাবি করে বলেন, তাঁকে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রোববার ও এর আগে একদিন মারধর করা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে। আমি বলে দিয়েছি- মাসে ৫০০ মামলা হবে। কোনো ঘটনা ঘটলে মামলা নেবে না, তা হবে না।’

চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।’ 

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, ‘রিকশাচালকেরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।’

এর আগে বেলা ১১টার দিকে দুটি রিকশাচালকদের সংগঠন ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে রিকশাচালকেরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ