হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে গভীর গজারি বনের ভেতরে যুবকের রক্তাক্ত মরদেহ

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর মাথা ও কপালে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশে রয়েছে প্রচুর রক্ত বয়ে যাওয়ার ছাপ।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের কাপাসিয়া-শ্রীপুর সড়কের পাশে নবছুট এলাকার গভীর গজারি বনের ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় কৃষক হাবিবুল্লাহ বলেন, ‘আজ সকাল ৯টার দিকে আমাদের গ্রামের কয়েকজন কৃষক জমিতে ধান রোপণ করতে যাচ্ছিলেন। পথে গভীর গজারি বনের ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।’

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন বলেন, ‘যেখানে মরদেহ পাওয়া গেছে, সেই জায়গাটি বেশ নির্জন। আজ রোববার সকালে স্থানীয় কৃষকেরা ধানখেতে কাজ করতে গেলে সেখানে লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি আমি শ্রীপুর থানার পুলিশকে অবহিত করি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, নিহত যুবক কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ছিলেন। তাঁর সঙ্গে বেশ কয়েকটি তালার চাবি রয়েছে। তবে তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে। ধারালো অস্ত্রের পাশাপাশি ভোঁতা কোনো লোহার টুকরো দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।

কালিয়াকৈর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন