হোম > সারা দেশ > ঢাকা

আফতাবনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর আফতাবনগরে আব্দুস সালাম (৬৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে আফতাবনগর চায়না প্রজেক্ট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুস সালামের বাড়ি শেরপুর সদর উপজেলার সুগনিবাগ গ্রামে। ঢাকার মেরুল বাড্ডা বৈঠাখালী মোড় এলাকায় থাকতেন তিনি।

নিহতের ভাতিজা মো. সুজন জানান, তাঁর চাচা আব্দুস সালাম মেরুল বাড্ডায় ছেলের সঙ্গে থাকতেন। এক সপ্তাহ আগে গ্রাম থেকে ছেলের কাছে এসেছিলেন তিনি। পরে এখানে ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন। গতকাল সন্ধ্যার দিকে অটোরিকশা চালাতে বের হয়েছিলেন আব্দুস সালাম। রাত সাড়ে ১০টার দিকে আফতাবনগর এলাকায় তাঁর মরদেহ পাওয়ার খবর আসে। সেখানে গিয়ে রাস্তার পাশে চাচার মরদেহ পড়ে থাকতে দেখেন সুজন।

আফতাবনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ বলেন, গতকাল রাত পৌনে ১০টার দিকে খবর পেয়ে তাঁরা আফতাবনগর চায়না প্রজেক্ট ৫ নম্বর সেক্টর, এন-ব্লক, ১৩ নম্বর অ্যাভিনিউয়ে গিয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহের পকেটে থাকা মোবাইল ফোন থেকে স্বজনদের খবর দেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করে। তাঁর মাথায় আঘাত রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হচ্ছে।

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২