হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে আজ বুধবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মিরহাটাইল গ্রামের রুস্তম আলী (৫২), একই উপজেলার চরকাটারি গ্রামের আরিফ শেখ (২৭) ও সিরাজগঞ্জের শাহাজাতপুর উপজেলার রতনদিয়া গ্রামের বাবুল (৪০)। 

শিবালয় থানা ওসি (তদন্ত) শেখ মো. ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে জানান, উপজেলার শিবালয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কাউছার মোল্লার বাড়িতে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ডাকাতির ঘটনার পরদিন থানায় একটি মামলা রুজু হয়। ডাকাতদল নগদ ১২ লাখ টাকাসহ বিভিন্ন ধরনের ২৪ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এমন ঘটনায় থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ৭ মার্চ রাতে ঢাকার আশুলিয়া ও গাজিপুরের বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। 

ওসি আরএ জানান, গ্রেপ্তারকৃত রুস্তমের বিরুদ্ধে ১৫টি আরিফ ও বাবুলে বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও ৫টি করে ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২